[fibosearch]
টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন ৫নং ধোপাখালী ইউনিয়নের ঢাকা-জামালপুর মহাসড়কের পুর্বপার্শ্বে বংশাই নদীর তীরবর্তী ভাইঘাট নামক স্থানে অত্র ভাইঘাট উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। এই অঞ্চলটি মূলত নদী অববাহিকা পাহাড়িয়া সমভুমি অঞ্চল। অঞ্চলটি ব্যবসা বানিজ্য এবং কৃষি কাজের উপযোগী বিধায় বিভিন্ন অঞ্চল হতে লোকজন এসে এখানে বসতি স্থাপন করে, ফলে গড়ে উঠে বিশাল জনবসতি। কিন্তু উত্তর-দক্ষিণ ও পুর্ব-পশ্চিমে দীর্ঘ ১০/১২ মাইলের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা। ফলে শিক্ষা-দীক্ষায় অনগ্রসর এই জনগোষ্ঠির মাঝে শিক্ষার
আলো পেীছে দেয়ার জন্যে ১৯৬৭ সালে ভাইঘাট বাজার কেন্দ্রিক ছাত্র-শিক্ষক ও কৃষক-শ্রুমিক সমন্বয়ে গঠিত “ত্রীশক্তি” নামক ক্লাবের একটি বনভোজনের উদ্বৃত্ত অর্থে একটি স্কুল প্রতিষ্ঠার চিন্তা চেতনার উদ্ভব হয় এবং গণজাগরনের সৃষ্টি হয়। জনগনের সাহায্য সহযোগীতায় এবং ক্লাব কর্তৃপক্ষের সচেতন বিদ্যানুরাগী ব্যক্তি
১। জনাব মোঃ জোয়াহের আলী মিয়া (প্রতিষ্ঠাতা)
২। জনাব মোঃ আঃ মান্নান (ভোলা)
৩। জনাব মোঃ জালাল উদ্দিন
৪। জনাব মোঃ আবু সাঈদ
৫। জনাব মোঃ শুকুর আলী
৬। জনাব মোঃ নুরুল ইসলাম
৭। জনাব মোঃ আমজাদ হোসেন ভুইয়া
৮। জনাব মোঃ সাখাওয়াত হোসেন তালুকদার
৯। জনাব মোঃ শমশের আলী সরকার।
১০। জনাব মোঃ হাসমত আলী সরকার
১১। জনাব মোঃ আব্দুল কদ্দুছ
এবং প্রমুখ ব্যক্তিবর্গের বহুবিধ ত্যাগ তিতিক্ষা ও ঐকান্তিক প্রচেষ্টায় ১.৫ একর জমির উপর ১৯৬৯ খ্রীষ্টাব্দে ভাইঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।
অভিজ্ঞ প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কাশেম সাহেবের দক্ষ পরিচালনায় সুর্দীঘকাল শিক্ষা বিস্তার করে এলাকার শিক্ষার হার বৃদ্ধি ও শিক্ষিত জনগোষ্ঠি তৈরী করে ভাইঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষে ভাইঘাট উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত আছে। বর্তমানে অত্র বিদ্যালয়ে আটশতাধিক শিক্ষার্থী অধ্যয়ণরত। সাময়িক ও পাবলিক পরীক্ষার ফলাফল উত্তরোত্তর ভাল হচ্ছে। অত্র বিদ্যালয়ের কারনেই এখানে সরকারী বেসরকারী বিভিন্ন স্থাপনা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিষ্ঠাতা ও দাতাগণের প্রায় সবাই ইন্তেকাল ফরমাইয়াছেন। আমরা তাদের আত্নার শান্তি কামনা করছি।